Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভোটার স্থানান্তর সংক্রান্ত নির্দেশনা:
বিস্তারিত

ভোটার স্থানান্তর সংক্রান্ত:  যথাযথভাবে ফরম-১৩ পূরণ করতে হবে (অফিস হতে অথবা অন-লাইন হতেও সংগ্রহ করা যাবে)

ফরমের ২য় পাতায় আবেদনকারীর স্বাক্ষর/টিপসহি, স্থানীয় জনপ্রতিনিধি   অথবা বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে উক্ত পৌরসভা বা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা'র স্বাক্ষর, সিল দিতে হবে-

যেসকল কাগজাদি  জমা দিতে হবে- ১) নিজের এনআইডি কার্ডের ফটোকপি  ২) পরিবারের মা/বাবা/ভাই-বোন/স্বামী-স্ত্রী'র যেকোন একজনের এনআইডি যিনি চাহিত ঠিকানায় আছেন। 

                                                  ৩) বিদ্যুত বিলের কাগজ (নিজের বা পরিবারের মা/বাবা/ভাই-বোন/স্বামী-স্ত্রী'র কারো নামে)

                                                  ৪) নাগরিকত্ব সনদ          ৫) হোল্ডিং/ বাড়ির খানা পরিশোধের রশিদ--- এছাড়া উপজেলা নির্বাচন অফিসার প্রয়োজনীয় অন্য যে কোন কাগজাদি চাইতে পারেন।

বি: দ্র: আবেদনটি অবশ্যই যার তাকেই অফিসে এসে জমা ও স্বাক্ষাতকার প্রদান করতে হবে। একজনের ফরম অন্য কেহ জমা দিতে পারবেন না। 

                      

ডাউনলোড
প্রকাশের তারিখ
16/10/2024
আর্কাইভ তারিখ
16/10/2024